ঢাকা, ১২ অক্টোবর রোববার, ২০২৫ || ২৬ আশ্বিন ১৪৩২
good-food
৫৭৯

ফের রক্তাক্ত যুক্তরাট্রের টেক্সাস, বন্দুকধারীর গুলিতে নিহত ৫ 

লাইফ টিভি 24

প্রকাশিত: ২০:৩৮ ১ সেপ্টেম্বর ২০১৯  

আবারো রক্তে রঞ্জিত যুক্তরাষ্ট্র। দেশটির টেক্সাস অঙ্গরাজ্যে বন্দুকধারীর এলোপাতাড়ি গুলিতে ৫ জন নিহত এবং ২১ জন আহত হয়েছেন। দেশটির পুলিশ এ কথা জানায়।ওদেসা পুলিশ প্রধান মাইকেল গর্কি জানান, একটি ট্রাফিক স্টপে এ গোলাগুলি হয়। এতে ৩ পুলিশ কর্মকর্তা আহত হয়েছেন। সন্দেহভাজন হামলাকারী পুলিশের সঙ্গে গুলি বিনিময়ে নিহত হয়েছে। ধারণা করা হচ্ছে হামলাকারী দুইজন।
গেল মাসের শুরুতে ওদেসা থেকে ৩০০ মাইল পশ্চিমে টেক্সাস সিটির এলপাসোতে বন্দুকধারীর গুলিতে ২২ জন নিহত হন। এর এক মাসেরও কম সময়ের মধ্যে এ বন্দুক হামলার ঘটনা ঘটলো।
পুলিশ জানায়, সন্দেহভাজন হামলাকারী ইউএস মেইল পরিবহনকারী একটি ট্রাক ছিনিয়ে নেয় এবং লোকদের রাস্তায় দাঁড়াতে নির্দেশ দেয়। এরপর সে গুলি চালায়। ওদেসা ও মিডল্যান্ডের আন্তরাজ্য সংযোগ মহাসড়ক ২০’এ এ হামলায় গাড়িগুলোতে ক্ষত সৃষ্টি হয়েছে।
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক টুইটে জানান, অ্যাটর্নি জেনারেল বিলবার তাকে ঘটনা সম্পর্কে অবহিত করেছেন। ট্রাম্প বলেন, এফবিআই ও আইন শৃংঙ্খলা বাহিনী ঘটনার তদন্ত এবং নিরাপত্তায় নিয়োজিত রয়েছে।
খবরে বলা হয়, ঘটনাস্থল থেকে পেট্রিক ক্রুসিয়াস নামে ২১ বছর বয়সী এক হোয়াইট টেক্সানকে আটক করা হয়েছে। ওই ব্যক্তি পুলিশকে বলেছে,মেক্সিকানদের লক্ষ্য করে গুলি চালানো হয়েছে।

বিশ্ব বিভাগের পাঠকপ্রিয় খবর